ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

চলতি মাসের ভাড়া মওকুফ করলেন আরো এক বাড়িওয়ালা

notice

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ঢাকার শেখ শিউলি হাবিব নামের এক ভবন মালিক নিজের ভাড়াটিয়াদের চলতি মাসের ভাড়া মওকুফ করে দেখিয়েছেন উদারতা। শনিবার (২১ মার্চ) মুহিব রহমান নামের ওই বাড়িওয়ালা তার ফেসবুক ওয়ালে দেওয়া এক স্ট্যাটাসে ভাড়া মওকুফের বিষয়টি জানান।

একটি নোটিশের ছবি সংযুক্ত করে দিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের হাজারিবাগ বেড়িবাধ এলাকার বাসায়, যেখানে নিম্নবিত্তরা ভাড়া থাকেন তাদের জন্য আজকে কিছু করার চেষ্টা করলাম। আইডিয়াটা ইন্টারনেট থেকে পাওয়া। আমরা সবাই কি এ ধরনের শো অফ করতে পারি না?’

‘আমি এই বাড়ি ভাড়ার উপর নির্ভরশীল না বলেই এটা করতে পেরেছি। সবার কাছেই এটা আশা করা বোকামি। অনেকের সংসার চলেই বাড়ি ভাড়ার টাকায়।’

২১/০৩/২০২০ তারিখে দেওয়া ওই নোটিশে লেখা ছিল, ‘প্রিয় ভারাটিয়াগণ, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আপনাদের আগামী দুইমাসের ভাড়া মওকুফ করা হলো। বিশেষ অনুরোধ-

১. ভাড়ার টাকা দিয়ে পারলে কারও সাহায্য করুন।

২. ইলেকট্রিক বিল সময়মতো নিজ দায়িত্বে পরিশোধ করুন।

৩. কিছুক্ষণ পরপর সাবান দিয়ে হাত ধুয়ে নেবেন।

৪. অপ্রয়োজনে বাসার বাইরে যাবেন না।’

ভাড়া মওকুফ এবং পরামর্শসহ নোটিশটি ফেসবুকে পোস্ট করার পর থেকেই প্রশংসায় ভাসছেন মুহিব রহমান।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন