এ বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি পরীক্ষা বাতিল করেছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্টরা জানান, এর আগে পিএসসি পরীক্ষা বাতিল চেয়ে প্রধানমন্ত্রীর কাছে ফাইল পাঠায় মন্ত্রণালয়। সর্বশেষ এতে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সূত্র জানায়, শেখ রাসেলের ৫৭তম জন্মদিন উপলক্ষে সোমবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এদিন এ বিষয়ে বিস্তারিত জানাবেন।
