ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৮:০০ অপরাহ্ন

ময়মনসিংহ মেডিকেলে আরও ৪ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার রোজ আলী (৬০), পুর্বধলার জালাল উদ্দিন (৬৫), জামালপুর সদরের আলাউদ্দিন (৬০) ও সরিষাবাড়ির শহীদ আলী (৭০)। তারা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ডা. মহিউদ্দিন খান বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৯৪ রোগী চিকিৎসাধীন। নতুন ভর্তি হয়েছেন ১৫ ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ১৫৩ নমুনা পরীক্ষায় পাঁচজন করোনা পজিটিভ হন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ