ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:১২ অপরাহ্ন

করোনায় আক্রান্ত সাবেক মন্ত্রী মোশাররফ সেরে উঠছেন

করোনাভাইরাসে আক্রান্ত স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। শারীরিক অবস্থা সম্পর্কে খন্দকার মোশাররফ নিজেই গণামাধ্যমকে এ তথ্য জানান। বলেন, ধীরে ধীরে ভালো হয়ে উঠছি। বাসায়ই আছি।

১৯ জুন নমুনা পরীক্ষার ফলে করোনা পজিটিভ ধরা পড়ে খন্দকার মোশাররফ হোসেনের। এর পর নিজ বাসায়ই চিকিৎসা নেয়া শুরু করেন বর্ষীয়ান এ আওয়ামী লীগ নেতা।

খন্দকার মোশাররফ হোসেন একাদশ জাতীয় সংসদে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি আওয়ামী লীগের দুই সরকারের আমলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন