ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন

প্রতিবন্ধীর বসতবাড়ি দখল করে রাস্তা বন্ধ করে দিলেন মেম্বার

ঢাকার ধামরাইয়ে দৃষ্টি প্রতিবন্ধী এক মহিলা ও তার ভাই দিন মজুরের বাড়ি ঘর দখলের বিরোধকে কেন্দ্র করে দুই মহিলাকে মারপিট ও জনগণের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমিনুল ইসলাম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী অসহায় লাইলী। ঘটনাটি ঘটেছে গত ১৫ জুন যাদবপুর ইউনিয়নের পশ্চিম যাদবপুর গ্রামে। রাস্তা বন্ধ থাকায় গত ১০দিন ধরে কয়েকটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে, যাদবপুর পশ্চিমপাড়ার ওয়াজ উদ্দিন জীবিত থাকাকালিন ১৯৭৮ সনে যাদবপুরে একখন্ড জমি কেনেন। ওই জমি ক্রয়ের পর থেকেই তিনি পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন। দুই ছেলে ও তিন মেয়ে রেখে প্রায় ছয় বছর আগে মারা যান ওয়াজ উদ্দিন। এ সুযোগে প্রতিবেশী রুস্তম আলীর ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলামসহ কয়েক ভাই নিজেদের সম্পত্তি দাবি করে তাদের ঘরের সামনে একটি ছাপড়া ঘর নির্মাণ করে গত ১৫ জুন। এ সময় ওয়াজ উদ্দিনের তিন ছেলেমেয়ে বাধা দেন। এতে লাইলী ও দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে খোদেজার উপর হামলা করে মারপিট করে ইউপি মেম্বার আমিনুল ইসলাম। এক পর্যায়ে তাদের বাড়ি থেকে বের করে দেন আমিনুল। এ ছাড়া তাদের বাড়ি যাওয়ার রাস্তায়ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে বন্ধ করে দেন। এ রাস্তা দিয়ে চলাচল করে আরো ১৫-২০টি পরিবার। রাস্তা বন্ধ করায় কয়েকটি পরিবার বাড়ি থেকে বের হতে পারছে না। আমিনুল ইসলাম স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর কাছের লোক বলে কেউ কিছু বলতেও সাহস পায় না। এ ছাড়া গোষ্ঠিগত কারণে এলাকায় বেশ প্রভাবও রয়েছে তাদের।

ভুক্তভোগী দৃষ্টিপ্রতিবন্ধী খোদেজা আক্তার বলেন, ইউপি সদস্য আমিনুল ক্ষমতার দাপটে আমাদের ঘরের সামনে জোরপূর্বক ছাপড়া ঘর তুলেছে। বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। আমাদের মারপিট করেছে। আমরা গরিব বলে আমিনুল কিছুই মনে করে না।

এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আমিনুল ইসলাম বলেন, আমার দাদার ক্রয়করা জমিতে আমরা বেড়া দিয়েছি ও ঘর তুলেছি। এতে কারো সমস্যা হলে আমাদের কিছু যায় আসে না।

এ বিষযে স্থানীয় চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, জমির দলিল যাদের আছে তারা জমি পাবে। রাস্তায় বেড়া দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, জমি বুঝে নিতে রাস্তায় বেড়া দিয়েছে আমিনুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক বলেন, অন্যায়ভাবে কেউ কারো জমি দখল করতে পারে না। এমনকি জনগণের চলাচলের রাস্তা বেড়া দেওয়ার ক্ষমতাও কেউ রাখে না। যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, জনগনের চলাচলের রাস্তায় বেড়া দেওয়া অন্যায়। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন