ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৭:০১ অপরাহ্ন

বুক রিভিউ: ‘ক্যারিয়ার ম্যানেজমেন্ট’

মানুষের জীবন ও ক্যারিয়ার বহতা নদীর মতো একটি অনিশ্চিত যাত্রা, যাকে মহিমান্বিত করতে হয়। আত্মসম্ভাবনার বাস্তবায়ন ও সুখের সন্ধানে ঝুঁকিগুলোকে পরিকল্পনা ও পরিশ্রম দ্বারা মোকাবেলা করে সামনে এগুতে হয় প্রতিনিয়ত। জীবনের মতো ক্যারিয়ার ম্যানেজ করার দায়িত্বও ব্যক্তির একান্ত নিজের। যুগ বাস্তবতার এই ক্রান্তিলগ্নে প্রতিষ্ঠান, বস বা এইচআর ডিপার্টমেন্ট কেউই এই গুরুদায়িত্ব মাথায় নেবে না। ক্যারিয়ারসচেতন মানুষ কিভাবে তার কর্মজীবনকে সফলতার কাঙ্খিত পর্যায়ে নিয়ে যেতে পারবে-এর সম্ভাব্য সকল উপায়-উপকরণ আলোচনা করা হয়েছে ক্যারিয়ার ম্যানেজমেন্ট বইটিতে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র ফ্যাসিলিটেটর ও বেশ কয়েকটি কোম্পানির সিইও ও সিওও হিসেবে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন লেখক আবীর শওকত হায়াত ক্যারিয়ারবিষয়ক এ বইটিতে একাডেমিক আলোচনা ও কর্মক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতার দারুণ সমন্বয়ে ক্যারিয়ারের প্রতিটি বিষয় সুনিপুনভাবে উপস্থাপন করেছেন। বইটিতে লেখক তার দীর্ঘ চাকরিজীবনের লব্ধ অভিজ্ঞতার আলোকে কর্মক্ষেত্রের বাস্তব সমস্যা ও চ্যালেঞ্জগুলোর বর্ণনা তুলে ধরে এগুলো মোকাবেলা করার সমীকরণ দেখিয়েছেন। একজন পেশাদার তার ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে ঢেলে সাজাবেন-বইটি মূলতঃ তারই একটা আদ্যপান্ত পথনকশা।

‘ক্যারিয়ার স্ট্র্যাটেজি’ থেকে শুরু করে ‘সম্ভাবনার বাস্তবায়ন’, ‘ঝুঁকি এবং ক্যারিয়ার’, ‘সুখ এবং ক্যারিয়ার’, ‘মিডলাইফ চ্যালেঞ্জেস’, ‘মেন্টরিং ও কোচিং’, ‘কর্মক্ষেত্রে নেটওয়ার্কিং’, ‘প্রমোশনটি কেন পাননি’, ‘চাকরিটি ছেড়ে দিতে হবে: এখন কী করবেন?’, ‘ইন্টাভিউবোর্ড ও জীবনের গাঁথুনি’, ‘মেকিং অব এন এক্সপার্ট’ এবং ‘রিটায়ার্নমেন্ট প্লান ও বাস্তবতা’ শিরোনামে লেখক পূরো বইটি সাজিয়েছেন। ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসনের জটিল বিষয়গুলোকে লেখক অত্যন্ত সহজ ও সাবলীল বাংলায় ফুটিয়ে তুলেছেন। বইয়ে উপস্থাপিত দৃষ্টান্ত ও ঘটনাগুলো কর্মক্ষেত্রের জীবন্ত বর্ণনা হওয়ায় পেশাদার যে কোনো পাঠক নিজেকে খুঁজে পাবেন বইয়ের প্রতিটি পাতায় পাতায়।

ক্যারিয়ারের বন্ধুর পথপরিক্রমায় নিছক স্বপ্নবিলাসী না হয়ে আত্মসম্ভাবনার বাস্তবায়ন ও সুখের সন্ধানে ঝুঁকিগুলোকে সঠিক পরিকল্পনা ও নিরলস পরিশ্রম দ্বারা মোকাবেলা করে প্রতিটি পেশাদারকে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন লেখক এ বইটিতে। যেকোনো ব্যক্তির পটেনশিয়ালিটি বা আত্মসম্ভাবনাকে বাস্তবায়নের জন্য প্রয়োজন পড়ে আত্মদহনের। সোনা যেভাবে নিজে পুড়ে খাঁটি হয়, মানুষকেও তার সেরাটা বের করে আনার জন্য দুঃখ-কষ্ট ও সীমাহীন ভোগান্তির মধ্যদিয়ে পথ চলতে হয়। গৎবাঁধা ও চ্যালেঞ্জ বিহীন জীবন আপনাকে সেরা কিছু অফার করতে পারবেনা। সুখ এবং ক্যারিয়ার অধ্যায়ে লেখক জীবন ও ক্যারিয়ারে সুখী হওয়ার কৌশল বর্ণনা করে লেখক প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধানে নিজেকে সুখী ভাবার পরামর্শ দিয়েছেন। জীবনের মতোই ক্যারিয়ার শুরু হয়, মধ্য গগনে উপনীত হয় এবং সায়াহ্নে পৌঁছায়। মিডলাইফ চ্যালেঞ্জেস অধ্যায়ে লেখক একজন পেশাজীবীর মধ্যবয়সের ঝুঁকিগুলো বর্ণনা করেছেন। মিডলাইফ ক্রাইসিসে মানুষ তার জীবনের সম্ভাবনা, সীমাবদ্ধতা এবং মননশীলতাকে উপলদ্ধি করতে পারে। এ বয়সে মানুষ পরিণত মন এবং মেধাকে কাজে লাগিয়ে অপ্রয়োজনীয় সম্পর্ক, অনর্থক কাজ, বাহুল্য থেকে মুক্ত করার প্রয়াস পায়।

কর্মক্ষেত্রে নেটওয়ার্কিং, মেন্টরিং ও কোচিংয়ের মতো অত্যাবশ্যকীয় প্রক্রিয়াগুলোর সাহায্যে প্রত্যাহিক চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার কার্যকর কৌশল শিখিয়েছেন লেখক এ বইটিতে। প্রমোশন নামক সোনার হরিণটি মানুষ কেন ধরতে ব্যর্থ হয় তার কারণ বর্ণনার পাশাপাশি নিয়মিত প্রমোশন পাওয়ার কৌশলগুলো দেখিয়েছেন। অফিস পলিটিকসে পর্যদুস্ত না হয়ে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন এবং কখন কোন পরিস্থিতিতে জব সুইচ করবেন তার একটা গাইডলাইন লেখক এ বইতে দিয়েছেন। ইন্টারভিউ বোর্ডগুলোতে আমরা জীবনগল্পের গাঁথুনির বর্ণনা করে ক্রান্তিকাল অতিক্রম করি। একাগ্রতা ও কঠোর প্রচেষ্টায় গড়ে ওঠা আমাদের বিশেষায়িত জীবন একদিন সায়াহ্নে উপনীত হয়। আমরা বাস্তবতার নিরিখে অবসরের পরিকল্পনা করি। কিন্তু অবসর মানেই জীবনের শেষ নয়, বরং নতুন অধ্যায়ের সূচনা। জীবনপ্রত্যাশা ও জীবনযাত্রার মানবৃদ্ধিতে প্রায় পাঁচ দশক ব্যাপ্তির ক্যারিয়ারের প্রতিটি টার্নিংপয়েন্টের প্রয়োজনীয় করণীয়, দক্ষতা ও মনস্তাত্ত্বিক বিষয়গুলোকে তুলে ধরা হয়েছে ক্যারিয়ার ম্যানেজমেন্ট বইটিতে।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও মেশিনলার্নিংয়ের এই যুগে নিজের দক্ষতাকে মূল্যায়নে এনে, অন্যদের ফিডব্যাক নিয়ে অর্থবহ ও অর্জনযোগ্য লক্ষ্য স্থিরকরে ক্রমাগত শিখতে হবে। লব্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করে নিজের শক্তিমত্তার এলাকাগুলোকে বাড়িয়ে নিতে হবে। ক্যারিয়ারের চ্যালেঞ্জ ও ঝুঁকিগুলো মোকাবেলা করে প্রতেটি ক্যারিয়ারপ্রেমী মানুষকে এগিয়ে যেতে সার্বিকভাবে প্রস্তুত করবে বইটি। ক্যারিয়ারবিষয়ক বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মাসুক হেলাল একং প্রকাশ করেছে প্রথিতযশা প্রকাশনাসংস্থা প্রথমা প্রকাশন। হার্ডকভার মলাটের ২০৮ পৃষ্ঠার পেপারটেক ৮০ গ্রাম কাগজে ঝকঝকে ছাপানো বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩২০ টাকা। বইটি বিভিন্ন লাইব্রেরীসহ অনলাইন ও ইকমার্স মার্কেটে পাওয়া যাচ্ছে।
লিখেছেন- মোঃ খায়রুল হাসান মুন্না, ব্যাংকার।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন