চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) মৌখিক পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। করোনা পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে।
মঙ্গলবার (৩ আগস্ট) পিএসসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়, আগামী ১০ই আগস্ট থেকে ২৯শে আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পিএসসি চেয়ারম্যান মো. হোসরাব হোসাইন বলেন, আমরা সরকারের কাছে বিশেষ অনুমোদন নিয়েছি। অনেক প্রার্থী পরীক্ষা নেয়ার জন্য নানা মাধ্যমে আমাদের কাছে সুপারিশ করছেন। তাদের কথা বিবেচনা করে এ পরীক্ষা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
