ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ১০:০৮ অপরাহ্ন

বিশ্বে করোনায় আক্রান্ত ৭৪ লাখ, মৃত্যু ৪১৯২৬৪

বিশ্বে গত ২৪ ঘণ্টায় আরও আক্রান্ত হয়েছে ৯০২৩৬ জন। এ নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৪ লাখ ৭১ হাজার ৯২ জনে। একই সময়ে মুত্যু হয়েছে আরও ৫,২৯৩ জনের । এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪,১৯,২৬৪ জনে।

এরইমধ্যে এ ভাইরাস ছড়িয়ে পড়েছে ১২০ এরও অধিক দেশে। শুক্রবার পর্যন্ত করোনায় মৃত্যু ও আক্রান্তের হিসাব দিয়ে আসা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ি বিশ্বব্যাপী সুস্থ হয়ে উঠেছে ৩৭ লাখ ৮৮ হাজার ৬৭৭ জন।

করোনাভাইরাসের আক্রমণে সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রে আক্রান্ত মানুষের সংখ্যা ২০ লাখেরও অধিক। আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের ধারেকাছে নেই কোনো দেশ।

এদিকে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েছে। করোনায় শনাক্ত মানুষের সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরপরই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। এদিকে করোনা রোগী শনাক্তের দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন