ঢাকা, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫, ৫:৫৭ অপরাহ্ন

করোনায় প্রথম রাজস্ব কর্মকর্তার মৃত্যু

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন আয়কর বিভাগের মেধাবী কর্মকর্তা উপ-কর কমিশনার সুধাংশু কুমার সাহা।

সোমবার (৮ জুন) রাত ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি গত মাসের শেষ সপ্তাহে সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে সুধাংশ কুমারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। স্ত্রী ও সন্তান বাসায় চিকিৎসা নিচ্ছেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, সুধাংশু কুমার সাহা কর অঞ্চল-৩ ঢাকাতে কর্মরত ছিলেন। তিনি ২৭ তম বিসিএস ( কর) ক্যাডারের সদস্য৷ তিনি গত ১৪ মে সর্বশেষ অফিস করেন। এরপর তার জ্বরসহ করোনাভাইরাসের আরও কিছু উপসর্গ দেখা দিলে তিনি নমুনা পরীক্ষা করান। তার রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তিনি বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

জাতীয় রাজস্ব বোর্ড ও বিসিএস ট্যাক্সেশন এসোসিয়েশন তার মৃত্যুতে গভীর শোকা প্রকাশ করেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন