মুরগির দাম কিছুটা কমেছে

18

সপ্তাহের ব্যবধানে বিভিন্ন ধরনের মুরগির দাম কেজিপ্রতি ১০ থেকে ৫০ টাকা কমেছে। মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর মতিঝিল, খিলগাঁও, মুগদাসহ বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য জানা গেছে।

ব্যবসায়ীরা জানান, শবে বরাতের আগে চাহিদা বেশি থাকায় মুরগির দাম বেড়েছিল। শবে বরাত শেষে আবার দাম কমতে শুরু করেছে। কিন্তু সাত দিনের কঠোর বিধিনিষেধ দেওয়ার কারণে গত দুই দিনে আরেক দফা কমেছে মুরগির দাম।

এক মুরগি ব্যবসায়ী জানান, এখন কেজিপ্রতি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকা। গত সপ্তাহেও ১৬০ টাকা ছিল। শবে বরাতের আগে ব্রয়লার মুরগির দাম ১৭০ টাকা পর্যন্ত উঠেছিল। লেয়ার (কালবার্ড) মুরগি কেজিতে ৩০ টাকা কমে ১৮০ টাকায়, সোনালি মুরগি কেজিতে ৭০ টাকা কমে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে। শবে বরাতের আগে সোনালি মুরগি কেজিপ্রতি ৩৫০ টাকা বিক্রি হয়েছিল।