দক্ষিণ আফ্রিকায় গাড়ি দুর্ঘটনায় ৮ বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সময় ১৪ ফেব্রুয়ারি রাতে নর্দার্ন ক্যাপের প্রদেশের ফ্রাইবার্গ অঞ্চলের ক্রুমান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন চট্টগ্রামের রাউজানের ইব্রাহীম আহমেদ ও তার ছেলে যাইয়ান আহমেদ, ফেনীর দাগনভুঞার কাজী বোরহান উদ্দিন, সাইফুল ইসলাম, ইলিয়াস মামুন, গাজীপুরের আসলাম উদ্দিন, কুষ্টিয়ার জামান মণ্ডল, মেহেরপুরের রাসেদুল ইসলাম।
জানা যায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টায় ফ্রাইবার্গ অঞ্চলের ক্রুমান শহর থেকে ৩০ কিলোমিটার দূরে ফ্রাইবার্গ হাইওয়ে রোডের একপাশে বৃষ্টির পানি এবং রোড পিচ্ছিল থাকায় বিপরীত দিক থেকে নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় একটি গাড়ি এসে তাদের গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি রোডের পাশে গিয়ে পড়ে। গাড়িতে থাকা ৮ বাংলাদেশির ৪ জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।



















