দেশের সব সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে (২০২০-২১ শিক্ষাবর্ষ) এমবিবিএস ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তি পরীক্ষার এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে কেন্দ্রীয়ভাবে রাজধানীসহ সারাদেশে আগামী ২ এপ্রিল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈব্যক্তিক প্রশ্নে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মহামারি করোনার কারণে এ বছর এইচএসসিতে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে আগের ফলাফল অর্থাৎ এসএসসি ও এইচএসসির পরীক্ষার প্রাপ্ত জিপিএ’র ভিত্তিতে অটোপাস দেয়া হয়।
ফলে এ বছর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ সহ এমবিবিএস ভর্তি পরীক্ষার জন্য ন্যূনতম প্রয়োজনীয় জিপিএসহ রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এ কারণে এ বছর ১ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করবে এমনটা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে।
প্রসঙ্গত, দেশে বর্তমানে সরকারিভাবে পরিচালিত ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে। শিক্ষার্থীর আসন সংখ্যা চার হাজার ৩৫০টি।
