ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৫৬ অপরাহ্ন

বদলি আবেদন শুরু শিক্ষকদের

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের অনলাইনে বদলির আবেদন আহ্বান করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি অনলাইনে এ আবেদন করা যাবে।

রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ সরকারি কলেজ- ২ শাখা এক আদেশ জারি করে। আদেশে স্বাক্ষর করেন উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ্র।

আদেশে বলা হয়, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়ন নীতিমালা-২০২০ অনুযায়ী অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পর্যায়ের কর্মকর্তাদের বদলি/পদায়ন নিমিত্ত অনলাইনে আবেদন ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ