ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ২:৫০ অপরাহ্ন

এইচএসসির ফল প্রকাশ শনিবার

২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা হবে আগামীকাল শনিবার (৩০ জানুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে ফলাফল প্রকাশ করা হবে। শুক্রবার (২৯ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২৬ জানুয়ারি পরীক্ষা ছাড়া ফল ঘোষণার গেজেট পাস হয়। আইনি বাধা কেটে যাওয়ায় এ মাসের মধ্যে ফল ঘোষণার কথাও জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষা মন্ত্রণালয় থেকে আগামী শনিবার (৩০ জানুয়ারি) বা রবিবার (৩১ জানুয়ারি) এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছিল। প্রথমে ধারণা করা হয়েছি রবিবার ফল প্রকাশ করা হবে। তবে শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শনিবার পাস করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ