ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ৮:২২ অপরাহ্ন

২৪৯ কোম্পানির দর বৃদ্ধি, বেড়েছে লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মঙ্গলবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৯ কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনেদেনও বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২০১ কোটি ৪০ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স  ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে।

অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৬ পয়েন্ট  বেড়ে ১ হাজার ৯৭৬ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট বেড়েছে।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪৯টির, দর কমেছে ৮৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫৯টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসইতে ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ