ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ৫:০২ অপরাহ্ন

ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

জনসাধারণের জন্য সমন্বিত বীমা সেবা প্রদান নিশ্চিত করতে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড একটি ব্যাংকান্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। এই অংশীদারিত্বের মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের জন্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন বীমা পণ্য সরবরাহ করা হবে।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

এই ব্যাংকান্স্যুরেন্স চুক্তির মাধ্যমে দেশে বীমা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, আর্থিক ঝুঁকি হ্রাস এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মীর আরিফুল ইসলাম। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন চিফ ফাইন্যান্স অফিসার (সিসি) মো. মাহবুবুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং ব্যাংকান্স্যুরেন্স সেকশনের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন।

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন হেড অব আইসিসি মোহাম্মদ খাইরুল আলম; চিফ অপারেটিং অফিসার সামসুল হক সুফিয়ানী এবং হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ