২০২৬ বিশ্বকাপের আর বাকি ১৭ দিন। ঠিক এই সময়ে এসেও বাংলাদেশের বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়। কারণ নিরাপত্তার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপে খেলতে চাইছে না বাংলাদেশ।
এরপর থেকেই দেনদরবার চলছে, আইসিসি আর বাংলাদেশ দুই পক্ষই তাদের যুক্তিতে অনড়। যার ফলে এখনো নিশ্চিত হয়নি বাংলাদেশ আদৌ বিশ্বকাপে খেলতে পারবে কিনা।
এদিকে বাংলাদেশের দাবিকে ন্যায্য বলছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এই মর্মে আইসিসিকে আজ একটি চিঠিও দিয়েছে পিসিবি। যার ফলে বাংলাদেশের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার দাবিটা আরও একটু জোর পেল।
ক্রিকইনফো জানাচ্ছে, পাকিস্তানের এই চিঠি পাওয়ার পর আজ বুধবার আইসিসি বোর্ডের একটি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অনুরোধ নিয়ে আলোচনা হবে। বিসিবি চেয়েছে, নিরাপত্তা শঙ্কার কারণে তাদের ম্যাচগুলো শ্রীলংকায় সরিয়ে নেওয়া হোক। তবে এই বৈঠক পিসিবির চিঠির কারণে ডাকা হয়েছে কিনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
মোস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর থেকেই বাংলাদেশ ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। আইসিসিকে দুই দফা চিঠিও দিয়েছে বিসিবি। এরপর আইসিসির প্রতিনিধি এসে ঢাকায় বোর্ডের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। তবে কোনো কিছুতেই কোনো ফল আসেনি।

বাংলাদেশ একপর্যায়ে প্রস্তাব দেয় গ্রুপ বদলের। যে দাবি মেনে নেওয়া হলে গ্রুপ পর্বের সব ম্যাচ শ্রীলংকাতেই খেলা সম্ভব হবে দলটির। তবে আইসিসি এ প্রস্তাবেও রাজি নয়। এরপর ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থা বিসিবিকে একটি সময় বেঁধে দেয়। ২১ জানুয়ারির মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা, জানায় ক্রিকইনফো। যদিও বিসিবি বিষয়টি অস্বীকার করেছে।
এরপর এবার পাকিস্তান বাংলাদেশের সমর্থন জানাল। সেই চিঠি পাওয়ার পরই আইসিসি বসছে বৈঠকে।


















