পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স ট্যানারির পরিচালনা পর্ষদ একটি অভ্যন্তরীন বর্জ্য শোধনগার প্লান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল ১৩ জানুয়ারি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সুয়ারেজ প্লান্টের আয়তন পুরো ১২ হাজার স্কয়ার স্কয়ার ফিট থেকে ১৫ হাজার স্কয়ার ফিট। প্লান্টটির ব্যয় ধরা হয়েছে ১২ কোটি টাকা।
একটি অভ্যন্তরীন বর্জ্য পরিশোধন কেন্দ্র স্থাপন, যা ট্যানারি প্রাঙ্গনে ওয়েট ব্লু থেকে ফিনিশড লেদার স্টেজ পরযন্ত কারযক্রমের জন্য বর্জ্য পরিশোধনের প্রয়োজনীয়তাগুলিকে অনর্ভুক্ত করে। এর ফলে নিয়ন্ত্রক প্রয়োজনীয়তা আন্তর্জাতিক ক্রেতা মান এবং কোম্পানির টেকসই লক্ষগুলির সাথে সম্মতি নিশ্চিত করা যায়।
বিজনেস আই/



















