ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে রবিবার ১৯টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। কোম্পানিগুলোর মোট ২৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। এদিন কোম্পানিটির ৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ফাইন ফুডস ৪ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক ৩ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তৃতীয় স্থানে রয়েছে।

বেক্সিমকো গ্রীণ সুকুক ১ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ স্থানে রয়েছে।
এছাড়া ব্লকে লেনদেন করা অন্য কোম্পানির মধ্যে ডমিনেজ স্টিল ১ কোটি ৮৯ লাখ, গ্রামীণফোন ১ কোটি ৬৬ লাখ, রবি আজিয়াটা ১ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
বিজনেস আই/


















