ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ৬:৩২ অপরাহ্ন

অবসরে গেলেন ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ অবসরে গেছেন। তার দায়িত্বকাল এক বছর সাড়ে চার মাস স্থায়ী ছিল।

ড. সৈয়দ রেফাত আহমেদ গত বছরের ১০ আগস্ট ২৫তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন। তার আগে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেন। ড. রেফাত আহমেদ ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টে অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং ২০০৫ সালের ২৭ এপ্রিল স্থায়ী বিচারক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। দেশের উচ্চ আদালতের ইতিহাসে তিনিই একমাত্র বিচারক, যিনি হাইকোর্টের বিচারপতি থেকে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবসরের পর আগামী রবিবার (২৮ ডিসেম্বর) ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করবেন জুবায়ের রহমান চৌধুরী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আইন মন্ত্রণালয় তার নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফার অধীনে রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে তাকে নিয়োগ করেছেন।

নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেছেন। পরবর্তীতে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রিও নেন। তিনি ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারক হিসেবে নিযুক্ত হন এবং দুই বছর পর স্থায়ী বিচারক হন। ২০২৪ সালের ১২ আগস্ট রাষ্ট্রপতি তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন

এই পরিবর্তনের মাধ্যমে দেশের সুপ্রিম কোর্টের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হচ্ছে, যেখানে ড. সৈয়দ রেফাত আহমেদের অবদানের পাশাপাশি নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে আদালত আরও সুষ্ঠু ও কার্যকর ভূমিকা পালন করবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ