ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ৭:০০ অপরাহ্ন

পরমাণু সাবমেরিনের ছবি প্রকাশ করল উত্তর কোরিয়া

উত্তর কোরিয়া তাদের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের নতুন কিছু ছবি প্রকাশ করে বিশ্বজুড়ে চাঞ্চল্য তৈরি করেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, বিশাল আকৃতির এই সাবমেরিনটি পরিদর্শন করেছেন সর্বোচ্চ নেতা কিম জং উন।

প্রায় ৮ হাজার ৭০০ টন ওজনের এই জলযানটি যুক্তরাষ্ট্রের শক্তিশালী ‘ভার্জিনিয়া ক্লাস’ অ্যাটাক সাবমেরিনের সমতুল্য বলে দাবি করা হচ্ছে।

একটি ইনডোর নির্মাণ কেন্দ্রে সাবমেরিনটি পরিদর্শনের সময় কিমের সঙ্গে তার কন্যা কিম জু আয়ে-কেও দেখা গেছে।

নির্মাণাধীন এই সাবমেরিনটির পাশেই দাঁড়িয়ে কিম জং উন দক্ষিণ কোরিয়ার কড়া সমালোচনা করেন।

তিনি সিউলের নিজস্ব পারমাণবিক সাবমেরিন তৈরির পরিকল্পনাকে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য সরাসরি হুমকি এবং একটি আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

কিম স্পষ্ট জানিয়েছেন, উত্তর কোরিয়ার প্রতিরক্ষা নীতি এখন শক্তিশালী আক্রমণাত্মক ক্ষমতার ওপর ভিত্তি করে তৈরি হচ্ছে।

২০২১ সালের সামরিক পরিকল্পনা অনুযায়ী উত্তর কোরিয়া এখন হাইপারসনিক মিসাইল ও দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইলের পাশাপাশি নৌ-বাহিনীকে ঢেলে সাজানোর ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সামরিক বিশেষজ্ঞদের মতে, এই সাবমেরিনটি উত্তর কোরিয়ার জন্য একটি বড় কৌশলগত অর্জন।

সাধারণ সাবমেরিনগুলোকে ব্যাটারি চার্জ করার জন্য বারবার পানির ওপর উঠে আসতে হলেও পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলো বছরের পর বছর পানির নিচে অবস্থান করতে সক্ষম।

বর্তমানে কেবল যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং ভারতের কাছে এই প্রযুক্তি রয়েছে।

দক্ষিণ কোরিয়ার গবেষক হং মিন জানিয়েছেন, সাবমেরিনটিতে সম্ভবত ইতোমধ্যেই নিউক্লিয়ার রিঅ্যাক্টর স্থাপন করা হয়েছে এবং আগামী দুই বছরের মধ্যেই এটি পরীক্ষার জন্য সাগরে ভাসানো হতে পারে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ