ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ৫:৫৫ অপরাহ্ন

বেক্সিমকো শেয়ারে মার্জিন বিনিয়োগকারীদের তথ্য চেয়েছে ডিএসই

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বেক্সিমকো লিমিটেডের শেয়ারে বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে চেয়েছে। এ লক্ষ্যে সব ব্রোকারহাউজকে মার্জিন সুবিধা নেওয়া গ্রাহকদের কাছে থাকা বেক্সিমকো শেয়ারের পরিমাণ এবং স্টক ডিলারদের নিজস্ব অ্যাকাউন্টে থাকা বিনিয়োগের তথ্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এসব তথ্য দুই কর্মদিবসের মধ্যে সরবরাহ করতে বলা হয়েছে। গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পাঠানো চিঠিতে বিষয়টিকে ‘সর্বোচ্চ জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বর্তমানে বেক্সিমকো লিমিটেডের বড় অঙ্কের বাজার মূলধন এবং এর সম্ভাব্য পদ্ধতিগত ঝুঁকি বিবেচনায় একটি বিস্তৃত ‘ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট’ বা প্রভাব মূল্যায়ন পরিচালনা করছে। এই মূল্যায়নের অংশ হিসেবেই ডিএসইকে দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট বিনিয়োগ তথ্য সংগ্রহ ও সংকলনের নির্দেশ দিয়েছে কমিশন। সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন এই কোম্পানিটির শেয়ার দীর্ঘদিন ধরে ১১০ টাকা ১০ পয়সার ফ্লোর প্রাইসে আটকে রয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ