ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১:৫৩ অপরাহ্ন

রাশিয়ার ওপর ইইউ’র নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল জুলাই পর্যন্ত

ইউক্রেনে চলমান যুদ্ধের প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরও ছয় মাস বাড়িয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ইইউ কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, মস্কোর ওপর এই নিষেধাজ্ঞা আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত বলবৎ থাকবে।

রাশিয়ার ওপর ইইউ নিষেধাজ্ঞা প্রথম চালু হয় ২০১৪ সালে। তবে ২০২২ সালে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এগুলো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নিষেধাজ্ঞাগুলো মূলত রাশিয়ার অর্থনীতির গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে আরোপিত হচ্ছে। এর মধ্যে রয়েছে বাণিজ্য, অর্থ, জ্বালানি, প্রযুক্তি, দ্বৈত-ব্যবহারের পণ্য, শিল্প, পরিবহন এবং বিলাসবহুল পণ্য।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, রাশিয়া থেকে সমুদ্রপথে অপরিশোধিত তেল এবং কিছু পেট্রোলিয়াম পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এছাড়া সুইফ্ট আর্থিক ব্যবস্থার বাইরে বেশ কয়েকটি রাশিয়ান ব্যাংককে রাখা হয়েছে এবং ইইউতে ক্রেমলিন-সমর্থিত ডিসইনফরমেশন আউটলেটের সম্প্রচার কার্যক্রম ও লাইসেন্সও স্থগিত করা হয়েছে।

ইইউ কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত রাশিয়ান ফেডারেশনের অবৈধ পদক্ষেপগুলো আন্তর্জাতিক আইনের মৌলিক নিয়ম লঙ্ঘন করে চলবে, ততদিন ইইউ-এর আরোপিত সমস্ত ব্যবস্থা বলবৎ থাকবে। প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণেরও ঘোষণা দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে ইইউ স্পষ্ট বার্তা দিচ্ছে যে, রাশিয়ার আক্রমণাত্মক কর্মকাণ্ডের ফলাফল স্বরূপ আন্তর্জাতিক চাপ বাড়ানো অব্যাহত থাকবে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ