আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই যথারীতি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলা। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার পরই বইমেলার তারিখও ঘোষণা করা হবে।
রবিবার বিকালে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রতিনিধিদলের সঙ্গে বাংলা একাডেমির মহাপরিচালকের বৈঠকে সিদ্ধান্তটি গৃহীত হয়। বৈঠকে অমর একুশে বইমেলা ২০২৬-এর সময় নির্ধারণ বিষয়ে সমিতির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পক্ষ থেকে মেলার জন্য কয়েকটি সম্ভাব্য সময় প্রস্তাব করা হয়। বৈঠকে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার পরামর্শও পর্যালোচনা করা হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জাতীয় সংসদ নির্বাচন শেষে ফেব্রুয়ারি মাসেই মেলা আয়োজনের প্রস্তাব বাস্তবসম্মত বলে গৃহীত হয়।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষিত হওয়ার পরই অমর একুশে বইমেলা ২০২৬-এর সময়সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনের বিষয়ে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলা একাডেমি।



















