ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

লভ্যাংশ দেবে না বস্ত্র খাতের ৫ কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্রখাতের ২১ কোম্পানির মধ্যে ১৯টি কোম্পানি জুন ক্লোজিং। ১৯ কোম্পানির মধ্যে লভ্যাংশ সংক্রান্ত সভা করেছে ১৫ কোম্পানি। এর মধ্যে ৫টি কোম্পানি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- বিডি থাই ফুড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, জিলবাংলা সুগার ও শ্যামপুর সুগার মিলস লিমিটেড।

বিডি থাই ফুড

কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা৬৪ পয়সা লোকসান করেছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ২২ কোটি ১৬ লাখ টাকা।

বিডি থাই ফুড ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

মেঘনা কনডেন্সড মিল্ক

কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১০ টাকা ০৫ পয়সা লোকসান করেছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ  ২৫ কোটি ৭৬ লাখ  টাকা। কোম্পানিটি দীর্ঘদিন লোকসানে থাকায় বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না।

মেঘনা কনডেন্সড মিল্ক ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

মেঘনা পেট

কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ২ টাকা ৭৫ পয়সা লোকসান করেছে। বর্তমানে কোম্পানিটির রিজার্ভ রয়েছে ৭৫ কোটি ৮২ লাখ টাকা।

মেঘনা পেট ২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

শ্যামপুর সুগার মিলস

কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৫০ টাকা ৭৭ পয়সা লোকসান করেছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ  ৬২৪ কোটি ৯৬ লাখ  টাকা। কোম্পানিটি দীর্ঘদিন লোকসানে থাকায় বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না।

শ্যামপুর সুগার ১৯৯৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

জিলবাংলা সুগার মিলস

কোম্পানিটি ৩০ জুন,২০২৫ সমাপ্ত হিসাব বছরে কোন লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ৭৮ টাকা ৮৭ পয়সা লোকসান করেছে। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের পরিমাণ  ৬৪৪ কোটি ৪ লাখ  টাকা। কোম্পানিটি দীর্ঘদিন লোকসানে থাকায় বিনিয়োগকারীদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করে না।

কোম্পানিটি ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ