ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৫ পূর্বাহ্ন

সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ৯৭ কোটি টাকার লেনদেন

সদ্য সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১১৭ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ৯৭ কোটি ৫২ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্রাক ব্যাংক ৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা  ওরিয়ন ইনফিউশন ১৫ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ম্যারিকো ৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ব্যাংক ৬ কোটি ৭৭ লাখ, খান ব্রাদার্স ৫ কোটি ৯৮ লাখ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৪ কোটি ৩৮ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজ ৪ কোটি ৫ লাখ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ২ কোটি ৯৬ লাখ,লাভেলো আইসক্রিম ২ কোটি ৫২ লাখ ও ফাইন ফুডসের ২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ