ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ১:০৪ পূর্বাহ্ন

সাপ্তাহিক লেনদেনে সেরা ওরিয়ন ইনফিউশন

বিদায়ী সপ্তাহে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫.২৭ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৪.০৮ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৮.৩৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগিুলোর মধ্যে ডমিনেজ স্টিলের ১০ কোটি ৫৩ লাখ, রবি আজিয়াটার ১০ কোটি ৩৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ১০ কোটি ২৪ লাখ, প্রগতি ইন্স্যুরেন্সের ৯ কোটি  ৮৭ লাখ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৯ কোটি ৭৫ লাখ, সিটি ব্যাংকের ৯ কোটি ৬৮ লাখ ও সোনালী পেপারের ৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

বিজনেস আই/

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ