ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

প্রিমিয়ার ব্যাংকের আরো ছয় শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন

প্রিমিয়ার ব্যাংকের আরো ছয় শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়েছে।

সম্প্রতি প্রিমিয়ার ব্যাংকের প্রধান কার্যালয়ে ছয়টি শাখায় (গুলশান অ্যাভিনিউ, শ্যামলী, রাজশাহী, রংপুর, আগ্রাবাদ এবং ওআর নিজাম রোড) ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে ইসলামী ব্যাংকিং উইন্ডো সেবার উদ্বোধন করা হয়।

এ পর্যন্ত মোট ১৪টি শাখায় এ সেবা চালু করা হয়েছে, আরো ছয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ব্যাংকের উপদেষ্টা মুহম্মদ আলী, ব্যবস্থাপনা পরিচালক এম রিয়াজুল করিম এফসিএমএ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক গোলাম আউলিয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শাখা ব্যবস্থাপকদের উপস্থিতিতে এ সেবার উদ্বোধন করা হয়।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ