ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন

সহযোগী কোম্পানিতে বিনিয়োগ করবে জেএমআই হসপিটাল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড সহযোগী কোম্পানিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সহযোগী প্রতিষ্ঠান জেএমআই স্পেশালাইজড হসপিটালে সাড়ে ১১ কোটি টাকা বিনিয়োগ করবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি জেএমআই স্পেশালাইজড হসপিটালের চলমান প্রকল্পের কাজ সম্পূর্ণ করতে এই বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মাধ্যমে সহযোগী প্রতিষ্ঠানের যন্ত্রপাতি কেনা, ওয়ার্কিং ক্যাপিটাল এবং অন্যান্য প্রয়োজনীয় কাজে সহয়তা করা হবে।

উল্লেখ্য, জেএমআই হসপিটাল ২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩২.৩০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪৩.০৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৪.৬৫ শতাংশ শেয়ার।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন