ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ৮:০৫ পূর্বাহ্ন

বছরের সর্বোচ্চ দামে লেনদেন প্রগতি ইন্স্যুরেন্সের

বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্সের শেয়ার রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বছরের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে। আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার ৬ টাকা ৪০ পয়সা বা ৯.৯৫ শতাংশ দর বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, রবিবার শেয়ারটি সর্বশেষ ৭০ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দর শেয়ারটির। ২০২৪ সালের অক্টোবরে শেয়ারটি সর্বশেষ ৪৩ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে কোম্পানিটির ১ হাজার ৮৬৬ বারে ১৬ লাখ ২০ হাজার ৩৪টি শেয়ার লেনদেন হয়।

প্রগতি ইন্স্যুরেন্স পুঁজিবাজারে ১৯৯৬ সালে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি গত বছরে বিনিয়োগকারীদের ২৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

বিজনেস আই/

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন