ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:১১ পূর্বাহ্ন

নতুন মেশিন স্থাপন করবে হাক্কানি পাল্প

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হাক্কানি পাল্প অ্যান্ড পেপার দুইটি নতুন মেশিন স্থাপন করবে। কোম্পানিটি গরম পানি উৎপাদনের মেশিন ও ইজিবি বয়লার কিনবে এবং স্থাপন করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, হাক্কানি পাল্প গরম পানি উৎপাদনকারী মেশিনটি বিদ্যমান গ্যাস জেনারেটরের গরম জল ব্যবহার করে অতিরিক্ত বাষ্প উৎপাদন করবে। অতিরিক্ত খরচ ছাড়াই কোম্পানিটি এটি করতে পারবে। এর ফলে কোম্পানিটির বর্তমান বয়লার সিস্টেমের মাসিক গ্যাস বিল ৩ লাখ ১৬ হাজার ৮০০ টাকা কমবে।

হট ওয়াটার মেশিন স্থাপনের ফলে কোম্পানিটির বছরে ৩৮ লাখ টাকা মুনাফা বাড়বে। কোম্পানিটির এই মেশিন স্থাপন করতে মোট ৪০ লাখ টাকা ব্যয় হবে; যা কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে আর্থায়ন করবে।

ইজিবি বয়লার

হাক্কানি পাল্প ১ হাজার কেজি ক্ষমতা সম্পন্ন ইজিবি বয়লার কেনার এবং স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পটি অতিরিক্ত খরচ ছাড়াই বিদ্যামান গ্যাস জেনারেটর থেকে নির্গত নিষ্কাশন গ্যাস ব্যাবহার করে বাষ্প উৎপাদন করবে।

কোম্পানিটি আশা করছে প্রতি মাসে প্রায় ২৪ টন বাষ্প উৎপাদন করবে। এর ফলে কোম্পানিটির মাসিক গ্যাস খরচ প্রায় ৪ লাখ ৬০ হাজার ৮০০ টাকা কমবে। এতে কোম্পানিটির বার্ষিক নিট মুনাফা ৫৫ লাখ ৫০ হাজার টাকা বৃদ্ধি পাবে।

ইজিবি বয়লার সিস্টেম স্থাপন করতে কোম্পানিটির ৪০ লাখ টাকা ব্যয় হবে। যা সম্পূর্ণ কোম্পানির নিজস্ব তহবিল থেকে অর্থায়ন করা হবে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন