ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবারও (১ সেপ্টেম্বর) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ইনটেক লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ৪০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৭ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজের দর বেড়েছে আগের দিনের তুলনায় ৭ টাকা ৮০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেলের ২ টাকা ২০ পয়সা বা ৯.৯১ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বিডিকম অনলাইনের ৯.৭৪ শতাংশ, এইচ.আর টেক্সটাইল ৯.৬৭ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৯.৬৭ শতাংশ, খান ব্রাদার্সের ৯.৬৫ শতাংশ, বিবিএস কেবলসের ৯.৫৮ শতাংশ, ডরিন পাওয়ারের ৮.৮১ শতাংশ ও ন্যাশনাল পলিমারের ৮.৪৫ শতাংশ দর বেড়েছে।


















