ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ৯:১৭ অপরাহ্ন

মেঘনা সিমেন্ট সহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।

এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৪ টাকা ২০ পয়সা  বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বীচ হ্যাচারির দর বেড়েছে আগের দিনের তুলনায় ৪ টাকা  ৮০ পয়সা বা ৯.৯২ শতাংশ।

ইনফরমেশন সার্ভিসেস ৫ টাকা ৪০ পয়সা বা ৯.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ শতাংশ, শার্প ইন্ডাস্ট্রিজের ৬.২৫ শতাংশ, মুন্নু ফেব্রিক্সের ৬.১৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৫.৮৬ শতাংশ, স্যালভো কেমিক্যালের ৫.৭৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৪১ শতাংশ ও বেক্সিমকো ফার্মার ৪.৮৫ শতাংশ দর বেড়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন