ঢাকা, শনিবার, ৯ অগাস্ট ২০২৫, ৬:৫৬ অপরাহ্ন

বিসিবির সিএফও পদে ১০০’র বেশি আবেদন, আজ বোর্ড সভা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সভার আলোচ্যসূচিতে মোট ১৪টি বিষয় রয়েছে, যার মধ্যে অন্যতম হলো চিফ ফিন্যানশিয়াল অফিসার (সিএফও) নিয়োগ।

বিসিবির এক সূত্র জানিয়েছে, গত ৫ জুলাই সিএফও পদে বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০০টিরও বেশি আবেদন জমা পড়েছে। বিসিবির অ্যাকাউন্টে প্রায় হাজার কোটি টাকা রয়েছে, যা এখন পর্যন্ত কোনো পেশাদার অর্থ কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল না।

সেই সঙ্গে আজকের সভায় টার্ফ ম্যানেজমেন্ট উইংয়ের প্রধান হিসেবে কিউরেটর টনি হেমিং এবং আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে সায়মন টফেলের নিয়োগ অনুমোদনের প্রস্তাব উঠবে।

গত বছর চুক্তির মাঝপথে বিসিবি ছেড়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডে যোগ দেন টনি হেমিং। এবার তাকে ফেরায় বিসিবি, যেখানে তিনি বাংলাদেশের সব আন্তর্জাতিক স্টেডিয়ামের তত্ত্বাবধানে থাকবেন।

আম্পায়ারিংয়ে অভিজ্ঞ অস্ট্রেলিয়ান সায়মন টফেলের জন্য একটি গ্রেডিং সিস্টেম তৈরি করার পরিকল্পনা রয়েছে। তবে তার চুক্তির ধরন আজকের সভায় চূড়ান্ত করা হবে।

এছাড়া, বিপিএলের ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলো নিয়ে আলোচনা হবে। গত সপ্তাহে পাঁচটি প্রতিষ্ঠানের প্রেজেন্টেশনের পর তিনটি প্রতিষ্ঠান সংক্ষিপ্ত তালিকায় রয়েছে। যদিও বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান চাওয়া হয়েছে, তবুও দুটি প্রতিষ্ঠান পুরো বিপিএলের স্বত্ব নিতে চায় বলে জানা গেছে।

সভায় বিসিবির বিভিন্ন বিভাগের প্রধানদের ভবিষ্যৎ পরিকল্পনার উপস্থাপনাও থাকবে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ