এশিয়া কাপকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেল থাকা দলটির নেতৃত্বে থাকবেন রশিদ খান।
টুর্নামেন্টের আগে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানকে নিয়ে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজও খেলবে আফগানরা। সেই সিরিজেও একই স্কোয়াড থাকবে।

স্কোয়াডে থাকা দলের বেশিরভাগ সদস্যই সম্প্রতি আফগান ঘরোয়া টি-টোয়েন্টি লিগ শাপাগিজায় অংশ নিয়েছেন। এখন ক্রিকেটাররা দুই সপ্তাহের প্রস্তুতি ক্যাম্পে অংশ নেবেন। তার পর শারজায় ২৯ আগস্ট থেকে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ।
দলটিতে রয়েছেন সাদা বলের নিয়মিত তারকা আজমতউল্লাহ ওমরজাই, রহমানউল্লাহ গুরবাজ, ফজল হক ফারুকি ও মোহাম্মদ নবী। রয়েছে নতুন মুখও। আসন্ন ম্যাচগুলোতে আন্তর্জাতিক অভিষেক হতে পারে তরুণ ওয়াফিউল্লাহ তারাখিল, আব্দুল্লাহ আহমদজাই ও বশির আহমেদের।
এশিয়া কাপে আফগানিস্তান ‘বি’ গ্রুপে রয়েছে। তাদের গ্রুপসঙ্গী শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং।

আফগানিস্তানের প্রাথমিক দল: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অটল, ওয়াফিউল্লাহ তারাখিল, ইব্রাহিম জাদরান, দারউইশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, নাঙ্গিয়াল খারোটি, শরাফুদ্দিন আশরাফ, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মুজিব জাদরান, এ এম গজনফর, নূর আহমদ, ফজল হক ফারুকি, নাভিন-উল-হক, ফরিদ মালিক, সালিম সাফি, আবদুল্লাহ আহমদজাই ও বশির আহমদ।