ঢাকা, বুধবার, ৬ অগাস্ট ২০২৫, ৩:১৭ অপরাহ্ন

উত্তরাখণ্ডে আকস্মিক বন্যার পানিতে ভেসে গেলেন ১১ ভারতীয় সেনা

উত্তর ভারতের পাহাড়ি অঞ্চলে আবারও প্রকৃতির ভয়াল রূপ দেখা দিল। প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় তছনছ হয়ে গেছে উত্তরাখণ্ডের একটি গ্রাম। এতে বহু মানুষ নিখোঁজ রয়েছেন এবং সেনাবাহিনীর সদস্যরাও গায়েব হয়ে গেছেন, যা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিল এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যার ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, ক্ষীর গঙ্গা নদীর জলাধার অঞ্চলে হঠাৎ ক্লাউডব্রাস্টের (অত্যধিক বৃষ্টিপাত) ফলে এই বিপর্যয় ঘটে। এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ পাহাড়ি এলাকায় মুহূর্তের মধ্যে বিপর্যয় ডেকে আনে, কারণ প্রচণ্ড স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যায়।

স্থানীয় প্রশাসন ও সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আকস্মিক বন্যায় হারসিলের একটি পুরো গ্রাম পানিতে তলিয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন এবং ১৫০ জনেরও বেশি মানুষ নিখোঁজ আছেন। নিখোঁজদের মধ্যে ১১ ভারতীয় সেনার নামও রয়েছে, যারা কাছাকাছি একটি সেনাক্যাম্পে অবস্থান করছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় হঠাৎ ক্লাউডব্রাস্টের কারণে প্রচণ্ড স্রোত তৈরি হয়, যা মুহূর্তের মধ্যে সামনে থাকা সবকিছু ভাসিয়ে নেয়। এই দুর্যোগের পর ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। সেনা সদস্যরা জানিয়েছেন, আজও ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলবে।

বিশেষজ্ঞদের মতে, ক্লাউডব্রাস্ট হিমালয় অঞ্চলের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এতে অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ফলে হঠাৎ বন্যা সৃষ্টি হয়ে নিচু এলাকায় প্রবল স্রোত নেমে আসে। এই স্রোতের গতি এতটাই বেশি যে ঘরবাড়ি, রাস্তা, গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যায়। তথ্যসূত্র : এনডিটিভি

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ