ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৫০ পূর্বাহ্ন

টাইব্রেকারে নাটকীয় জয়, কোপা আমেরিকায় ব্রাজিলের নবম শিরোপা

দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে নিজেদের আধিপত্য আরও একবার প্রমাণ করল ব্রাজিল। রুদ্ধশ্বাস ফাইনালে টাইব্রেকারে কলম্বিয়াকে ৫-৪ গোলে হারিয়ে নারী কোপা আমেরিকার নবম শিরোপা ঘরে তুলল সেলেসাওরা।

শনিবার (বাংলাদেশ সময় মধ্যরাতে) ইকুয়েডরের রদ্রিগো পাজ এলগাদো স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় শ্বাসরুদ্ধকর এই ফাইনাল ম্যাচটি। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় শেষে খেলা গড়ায় ৪-৪ গোলে সমতায়। এরপর টাইব্রেকারে এগিয়ে থেকে শিরোপা নিশ্চিত করে ব্রাজিল।

ম্যাচজুড়ে নাটকীয়তা ছড়িয়েছে দুই দলই। প্রথমে গোল করে বারবার এগিয়ে গিয়েছে কলম্বিয়া, তবে প্রত্যাবর্তনে দারুণ লড়াই করেছে ব্রাজিলও।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন ৩৯ বছর বয়সী কিংবদন্তি মার্তা ভিয়েরা। বাকি দুটি গোল করেন অ্যাঞ্জেলিনা ও আমান্দা। অন্যদিকে কলম্বিয়ার হয়ে একটি করে গোল করেন লিন্ডা কাইসেদো, মাইরা রামিরেজ ও লেইসি সান্তোস। এছাড়া ব্রাজিলের টার্সিয়ানের আত্মঘাতী গোলে একটি গোল পায় কলম্বিয়া।

ম্যাচ পরিসংখ্যানে কিছুটা এগিয়ে ছিল ব্রাজিল। তাদের ২১টি শটের ৯টি ছিল লক্ষ্যে, যেখানে কলম্বিয়া নিয়েছে ১৪টি শট, যার ৬টি ছিল লক্ষ্যে।

টাইব্রেকারে শেষ মুহূর্তে ব্যবধান গড়ে দেয় ব্রাজিলের গোলরক্ষক লোরেনা। কলম্বিয়ার শেষ শট ফিরিয়ে দিয়ে দলকে এনে দেন কাঙ্ক্ষিত শিরোপা।

নারী কোপা আমেরিকার ইতিহাসে এটি ব্রাজিলের নবম শিরোপা। এখন পর্যন্ত আয়োজিত ৯টি আসরের মধ্যে আটবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা। একমাত্র ব্যতিক্রম ২০০৬ সালে, সেবার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। এবারের শিরোপা জয়ের মাধ্যমে টানা পাঁচবার কোপার চ্যাম্পিয়ন হলো ব্রাজিল।

২০২২ সালের ফাইনালেও কলম্বিয়াকে হারিয়ে শিরোপা জিতেছিল ব্রাজিল। এবারও সেই একই গল্প পুনরাবৃত্তি হলো—তবে এবার আরও বেশি নাটকীয়তায় মোড়া।

অবসর ভেঙে মাঠে ফেরা মার্তা ক্যারিয়ারে যোগ করলেন আরও একটি আন্তর্জাতিক ট্রফি। তার দুর্দান্ত পারফরম্যান্স দলকে শিরোপা এনে দেওয়ার পথে বড় ভূমিকা রেখেছে।

কলম্বিয়ার মেয়েরা শিরোপার খুব কাছ থেকে ফিরে গেল এবারও, অনেকটা তাদের পুরুষ দলের মতো করেই। তবে তারা দেখিয়ে দিয়েছে, দক্ষিণ আমেরিকার নারী ফুটবলে ব্রাজিল ছাড়া অন্যদেরও হুমকি হয়ে উঠার সক্ষমতা তৈরি হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ