ঢাকা, সোমবার, ৪ অগাস্ট ২০২৫, ৩:৩৫ পূর্বাহ্ন

রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ, যানজটে এড়াতে বিকল্প কোন পথে যাবেন

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ (রবিবার) রাজধানী ঢাকায় বড় পরিসরে দুটি রাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। একদিকে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), অন্যদিকে শাহবাগে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যাপক যানজটের আশঙ্কা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

এনসিপির ‘জুলাই ইশতেহার’ ঘোষণা

জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় গঠিত এনসিপি আজ শহীদ মিনারে সমাবেশ করে ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে। দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সমাবেশ চলবে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, সমাবেশে ‘জুলাই সনদের ভিত্তিতে’ পরবর্তী জাতীয় নির্বাচন ও অন্তর্বর্তী সরকার গঠনের দাবি জানানো হবে।

নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই গণপরিষদ বা সংসদ গঠিত হবে। সরকার যদি আগামী ৫ আগস্ট জুলাই ঘোষণাপত্র প্রকাশ করে, তবে আমরা তা স্বাগত জানাই। তবে বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে এখনো কমিশন কিছু জানায়নি।”

ছাত্রদলের সমাবেশে তারেক রহমানের ভার্চুয়াল বক্তব্য

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ শাহবাগে ‘ছাত্র সমাবেশ’ করবে জাতীয়তাবাদী ছাত্রদল। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে দেশব্যাপী ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, “এই সমাবেশ থেকে আমরা জুলাই আন্দোলনের শহিদদের স্মরণ করব এবং ভবিষ্যৎ গণতান্ত্রিক আন্দোলনের রূপরেখা ঘোষণা করব।”

ছাত্রদল সমাবেশ ঘিরে ৯০টির বেশি সাংগঠনিক টিম গঠন করেছে। নেতাকর্মীদের জন্য ছয় দফা নির্দেশনা জারি করা হয়েছে, যার মধ্যে রয়েছে কোনো ব্যানার-ফেস্টুন না আনা, কোনো শোডাউন না করা এবং সমাবেশ শেষে নির্ধারিত স্থান পরিষ্কার করে যাওয়া।

যানজট এড়াতে বিকল্প রুট

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং শহীদ মিনার এলাকায় আজ ব্যাপক জনসমাগম হবে। তাই যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। জনসাধারণকে এসব এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিকল্প পথের নির্দেশনা:

উত্তর দিক থেকে: সোনারগাঁও বা বাংলামোটর ক্রসিং থেকে ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে হেয়ার রোড বা মিন্টো রোডে যেতে হবে।

সায়েন্স ল্যাব থেকে: কাঁটাবন মোড় হয়ে শাহবাগ না গিয়ে ডান দিকে নীলক্ষেত-পলাশী বা বাঁয়ে হাতিরপুল হয়ে বাংলামোটর লিংক রোডে যেতে হবে।

হাইকোর্ট দিক থেকে: মৎস্য ভবন থেকে হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে চলাচল করতে হবে।

কাকরাইল থেকে: মৎস্য ভবন হয়ে শাহবাগ না গিয়ে হাইকোর্ট হয়ে গুলিস্তান বা বিশ্ববিদ্যালয় এলাকায় যেতে হবে।

নীলক্ষেত বা দোয়েল চত্বর থেকে: টিএসসি বা রাজু ভাস্কর্যের দিকে না গিয়ে নিজ নিজ ক্রসিং দিয়ে চলাচল করতে হবে।

ঢাকা বোর্ডের এইচএসসি পরীক্ষার্থীদের অনুরোধ

আজ ঢাকায় এইচএসসি পরীক্ষাও রয়েছে। সমাবেশ ও যানজটের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রের দিকে রওনা দিতে অনুরোধ জানানো হয়েছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “আমরা ঢাকাবাসীর কাছে অগ্রিম দুঃখ প্রকাশ করছি। আমরা চাই পরীক্ষার্থীরা যেন নিরাপদে কেন্দ্রে পৌঁছাতে পারেন। আমরা সর্বোচ্চ সতর্ক থাকব।”

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ