চাঙ্গা পুঁজিবাজারে সম্প্রতি ব্যাংক খাতের শেয়ারে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাংক খাতের ৫ কোম্পানি লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে। আলোচ্য সপ্তাহে ৫ ব্যাংক একত্রে ১২৫ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসইর সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- সিটি ব্যাংক, ব্রাক ব্যাংক, যমুনা ব্যাংক, ব্যাংক এশিয়া ও উত্তরা ব্যাংক পিএলসি।
সিটি ব্যাংক
সপ্তাহজুড়ে সিটি ব্যাংক ৪৪ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৫.২৯ শতাংশ অবদান রয়েছে ব্যাংকটির।

এ ক্যাটাগরির সিটি ব্যাংক ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ব্রাক ব্যাংক
সপ্তাহজুড়ে ব্রাক ব্যাংক ৩০ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। ডিএসইর মোট লেনদেনের ৩.৬৯ শতাংশ অবদান রয়েছে ব্যাংকটির।
এ ক্যাটাগরির সিটি ব্যাংক ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
যমুনা ব্যাংক
সপ্তাহজুড়ে যমুনা ব্যাংক ১৮ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার চতুর্থ রয়েছে। ডিএসইর মোট লেনদেনের ২.১৮ শতাংশ অবদান রয়েছে ব্যাংকটির।
এ ক্যাটাগরির যমুনা ব্যাংক ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২৪ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ব্যাংক এশিয়া
সপ্তাহজুড়ে ব্যাংক এশিয়া ১৬ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার সপ্তম স্থানে রয়েছে। ডিএসইর মোট লেনদেনের ২.০১ শতাংশ অবদান রয়েছে ব্যাংকটির।
এ ক্যাটাগরির ব্যাংক এশিয়া ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
উত্তরা ব্যাংক
সপ্তাহজুড়ে উত্তরা ব্যাংক ১৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দশম স্থানে রয়েছে। ডিএসইর মোট লেনদেনের ১.৭৪ শতাংশ অবদান রয়েছে ব্যাংকটির।
এ ক্যাটাগরির সিটি ব্যাংক ২০২৪ সালে শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।