সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪০টি বা ৩৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এর মধ্যে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে রহিমা ফুড কর্পোরেশন লিমিটেডের।
সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২১.২৪ শতাংশ। আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর ছিল ১২৩ টাকা ৮০ পয়সা ; যা গত সপ্তাহে ১৫০ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা সাউথইস্ট ব্যাংকের শেয়ার দর ২০.৪৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে কোম্পানিটির সর্বশেষ শেয়ার দর ৮ টাকা ৩০ পয়সা ছিল ; যা গত সপ্তাহে ১০ টাকা দাঁড়িয়েছে।
তালিকার তৃতীয় স্থানে থাকা কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১৬.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ১৪.৬৮ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৩.১১ শতাংশ, সোনারবাংলা ইন্স্যুরেন্সের ১২.৮৯ শতাংশ,মালেক স্পিনিংয়ের ১২.২৪ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১২.০৯ শতাংশ,পিপলস ইন্স্যুরেন্সের ১১.৬৪ শতাংশ ও পূবারী ব্যাংকের ১.০৭ শতাংশ দর বেড়েছে।
