ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:০৮ অপরাহ্ন

জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩০ জুলাই) ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ট্রাম্পের পদক্ষেপের প্রভাব তারা খতিয়ে দেখছে। সেই সঙ্গে জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। খবর হিন্দুস্তান টাইমস।

ট্রাম্প গতকাল নিজের নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ভারতের ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দেন। তিনি জানান, আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। একইসঙ্গে ট্রাম্প রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম ও জ্বালানি কেনায় ভারতের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন।

এরপরেই গতকাল সন্ধ্যায় ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এই পদক্ষেপের প্রভাব খতিয়ে দেখছে। ভারত ও যুক্তরাষ্ট্র কয়েক মাস ধরে একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং পরস্পর উপকৃত হয়, এমন একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে আসছে। আমরা সেই লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ রয়েছি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার নিজেদের ‘কৃষক, উদ্যোক্তা এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প (এমএসএমই) খাতের কল্যাণ ও উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়। জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। যুক্তরাজ্যের সঙ্গে সম্প্রতি করা পূর্ণাঙ্গ অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তিসহ অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যেমনটি নেওয়া হয়েছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ