ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

এবার ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৯ জুলাই) তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র-ভারতের মধ্যে দীর্ঘ সময় ধরে আলোচনার অধীনে থাকা বাণিজ্য চুক্তিটি যদি চূড়ান্ত না হয়, তাহলে ভারতীয় পণ্যে শুল্ক বাড়িয়ে ২৫ শতাংশ পর্যন্ত করা হবে।

ভারতীয় পণ্যের ওপর ২০ থেকে ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে কি-না এক সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি তাই মনে করি। ভারত- ওরা আমার বন্ধু।এ সময় তিনি বলেন, ‘তারা (ভারত) ২৫ শতাংশ শুল্ক দেবে।

এদিকে মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে জানান, ভারতের সাথে একটি কার্যকর বাণিজ্য চুক্তি অর্জনের জন্য আরো আলোচনার প্রয়োজন।

তিনি বলেন, ‘তারা তাদের বাজারের কিছু অংশ উন্মুক্ত করার ব্যাপারে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে। আমরা অবশ্যই তাদের সাথে কথা চালিয়ে যেতে ইচ্ছুক। কিন্তু আমি মনে করি আমাদের ভারতীয় বন্ধুরা কতদূর এগোতে চায় তা দেখার জন্য আমাদের তাদের সাথে আরো কিছু আলোচনার প্রয়োজন।

সাম্প্রতিক বাণিজ্য চুক্তিতে ট্রাম্প দেশগুলোর ওপর বারবার জোর দিয়েছেন যেন যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য আগে যেসব বাজার বন্ধ ছিল সেগুলো তারা খুলে দেয়। ভারতের বাণিজ্যমন্ত্রী গত সপ্তাহে বলেন, যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগস্টের ১ তারিখের মধ্যে তা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ট্রাম্প এখনো ভারতকে উদ্দেশ করে আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে নতুন শুল্ক নির্ধারণের হুমকি দেননি, যেমনটি তিনি এক ডজনেরও বেশি বাণিজ্যিক অংশীদারদের ক্ষেত্রে করেছেন। তবে তিনি গত ২ এপ্রিল ভারতীয় পণ্যের ওপর ২৬ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন, যদিও পরে সেই ‘পাল্টা শুল্ক’ স্থগিত করেন।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ