ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রবিবার (২৭ জুলাই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ৩ টাকা ২০ পয়সা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।
আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা রহিমা ফুড কর্পোরেশনের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১২ টাকা ৩০ পয়সা বা ৯.৯৪ শতাংশ।
আর প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৩ টাকা ৭০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স ৯.৭৪ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ৯.৪৩ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৯.২৩ শতাংশ, নিটল ইন্স্যুরেন্সের ৮.৩৩ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৭.৩০ শতাংশ,নর্দার্ণ ইন্স্যুরেন্সের ৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৬.৬৬ শতাংশ দর বেড়েছে।
