ঢাকা, শনিবার, ২ অগাস্ট ২০২৫, ৫:৫৪ অপরাহ্ন

ত্রিদেশীয় সিরিজে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশকে চায় পাকিস্তান

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এই সিরিজে তৃতীয় দল হিসেবে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করতে চায় আয়োজক পাকিস্তান।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, এখনো আনুষ্ঠানিক প্রস্তাব না এলেও বাংলাদেশকে নিয়ে আগ্রহ দেখিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন পিসিবির চেয়ারম্যান মোহসিন নাকভি। ধারণা করা হচ্ছে, ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভার ফাঁকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে এই সিরিজ নিয়ে আলোচনা হতে পারে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই দ্বিপাক্ষিক সিরিজকে ত্রিদেশীয় রূপ দিয়ে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ফলপ্রসূ করতে চায় দুই দেশই।

প্রস্তাবিত সিরিজটি ৭ ম্যাচের ফরম্যাটে অনুষ্ঠিত হতে পারে। যেখানে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে দুটি করে ম্যাচ এবং পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। সবকিছু চূড়ান্ত হলে এটি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের জন্য হতে পারে গুরুত্বপূর্ণ প্রস্তুতি মঞ্চ।

উল্লেখ্য, আগস্টে ভারতের সঙ্গে নির্ধারিত সিরিজ স্থগিত হওয়ায় এশিয়া কাপের আগে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা কমে গেছে বাংলাদেশের। ফলে ত্রিদেশীয় এই সিরিজ বিশ্বকাপের আগে প্রস্তুতির ঘাটতি পূরণে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিসিবি সংশ্লিষ্টরা।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ