কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে ইঞ্জিন বিকল হওয়ার সাড়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়েছে মহানগর এক্সপ্রেস ট্রেন। সোমবার (২১ জুলাই) রাত ১১ টার দিকে পুনরায় যাত্রা শুরু করে ট্রেনটি। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে যাত্রা বিরতির পর ট্রেনটির ইঞ্জিল বিকল হয়ে পড়ে।
রেলওয়ে ও ট্রেনের যাত্রীরা জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি বিকেল সাড়ে ৫টায় লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে আসে।

সেখানে ৫ মিনিট বিরতি শেষে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ ট্রেনের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। যার কারণে যথা সময়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া সম্ভব হয়নি। পরে রেলওয়ে কর্তৃপক্ষ মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেনটি চালু করলেও কিছু দূর গিয়ে বিকল্প ইঞ্জিনটিও বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ট্রেন যাত্রী ইব্রাহিম জানান, ‘রাত ১টায় সৌদি আরবের ফ্লাইট। হঠাৎ ট্রেনটি বিকল হয়ে অনিশ্চয়তা দেখা দেয়। যার কারণে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বিষয়টি রেলওয়ে কর্তৃপক্ষকে বুঝিয়ে বলার পরও তারা আমাকে টিকেটের টাকা ফেরত দেননি।
তাহমিনা আক্তার নামে আরেক যাত্রী বলেন, ‘জরুরি একটি কাজে রাত ৯টায় ঢাকায় পৌঁছানোর কথা। সাড়ে ১০টা বাজে, এখনো লাকসামে অবস্থান করছি। আজ কপালে কি আছে আল্লাহই ভাল জানেন।’

লাকসাম রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ার পর প্রথমে মালবাহী একটি ট্রেনের ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি গন্তব্যে পাঠানোর চেষ্টা করা হয়। কিন্তু কিছু দূর গিয়ে ওই ইঞ্জিনটিও বিকল হয়ে যায়।
পরে নোয়াখালী থেকে উপকূল ট্রেনের ইঞ্জিন আসলে সেটি দিয়ে রাত ১১টায় মহানগর ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।