ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৭:১৭ অপরাহ্ন

৮ বিলিয়ন ডলারের মামলা থেকে রক্ষা পেলেন জাকারবার্গ

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের ঘটনায় ৮ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবিতে করা মামলার নিষ্পত্তিতে সম্মত হয়েছেন মেটা প্লাটফর্মসের প্রধান নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ এবং কোম্পানির বর্তমান ও সাবেক পরিচালকরা।

রয়টার্সের প্রতিবেদর অনুযায়ী, গত বৃহস্পতিবার ডেলাওয়ারের চ্যান্সারি কোর্টে মামলাটির দ্বিতীয় দিনে বিচারককে নিষ্পত্তির কথা জানানো হয়।

মামলাটি করেন মেটার কয়েকজন শেয়ারহোল্ডার। তাদের অভিযোগ, জাকারবার্গ, প্রভাবশালী বিনিয়োগকারী মার্ক আন্দ্রেসেন, সাবেক প্রধান পরিচালন কর্মকর্তা শেরিল স্যান্ডবার্গসহ কয়েকজন সাবেক কর্মকর্তা যথাযথ নজরদারি না করায় ফেসবুক একাধিকবার ব্যবহারকারীদের ডেটা সুরক্ষায় ব্যর্থ হয়েছে।

তারা দাবি করেন, কোম্পানির বিরুদ্ধে নেয়া জরিমানা ও অন্যান্য ক্ষতির দায়ভার ব্যক্তিগতভাবে এসব পরিচালকদের বহন করা উচিত। তবে নিষ্পত্তির শর্তাবলি প্রকাশ করা হয়নি। মামলা নিষ্পত্তিতে সম্মত হওয়ায় বিচারক ক্যাথালিন ম্যাককরমিক উভয় পক্ষকে অভিনন্দন জানিয়ে মামলাটি মুলতবি ঘোষণা করেন।

মামলার রায় হলে জাকারবার্গ ও স্যান্ডবার্গকে আদালতে সাক্ষ্য দিতে হতো। তবে নিষ্পত্তির ফলে তারা কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়া থেকে মুক্তি পেলেন। মামলার প্রক্রিয়ায় জানা যায়, স্যান্ডবার্গ কিছু গুরুত্বপূর্ণ ই-মেইল মুছে ফেলেছিলেন, যার জন্য তাকে শাস্তিও দেয়া হয়েছিল।

ডিজিটাল কনটেন্ট নেক্সটের প্রধান জেসন কিন এ নিষ্পত্তিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘ফেসবুক পুরো কেলেঙ্কারিটাকে কিছু ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করছে, আসলে এটি তাদের নজরদারিনির্ভর ব্যবসার মূল কাঠামোর ব্যর্থতা।’

এ মামলায় ‘কেয়ারমার্ক ক্লেইম’ নামে পরিচিত একটি আইনি ধারা অনুযায়ী পরিচালকদের দায়িত্বহীনতার অভিযোগ আনা হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার করপোরেট আইনের আওতায় প্রমাণ করা খুব কঠিন বলে ধরা হয়।

ফেসবুক ২০২১ সালে নাম পরিবর্তন করে মেটা রাখে। প্রতিষ্ঠানটি মামলায় সরাসরি জড়িত না থাকলেও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এর আগে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন (এফটিসি) ফেসবুককে ২০১২ সালের গোপনীয়তাসংক্রান্ত একটি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ৫ বিলিয়ন ডলারের রেকর্ড জরিমানা করেছিল।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন

ট্যাগঃ