ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:৪৪ অপরাহ্ন

এক্সপ্রেস ইন্স্যুরেন্সসহ দরপতনের শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ১৪৬টি বা ৩৬ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। এদিন সবচেয়ে বেশি দরপতন হয়েছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স লিমিটেডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ শেয়ারটির দর ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৩৯ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

দরপতন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড। আজ কোম্পানিটির দর ১ টাকা ১০ পয়সা বা ৯.৫৭ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা লেনদেন হয়।

দরপতন তালিকার তৃতীয় স্থানে রয়েছে রহিম টেক্সটাইল মিলস পিএলসি। আজ শেয়ারটির দর ৮ টাকা  ২০ পয়সা বা ৫.০৫ শতাংশ কমেছে।

দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.৫৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৪.১৬ শতাংশ, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ডের ৩.৩৩ শতাংশ, এপেক্স ট্যানারি ৩.২৮ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৩.২৭ শতাংশ, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩.২২ শতাংশ ও ভ্যানগার্ড এ.এমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডের ৩.২২ শতাংশ দর কমেছে।

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন