পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ-রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি মিরপুরের শক্তিশালী পণ্য কারখানার জন্য ইউরোপীয় ইউনিয়নের গুড ম্যানুফ্যাকচারিং প্রাকটিস (ইইউ জিএমপি) অনুমোদন অর্জন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এটি বাংলাদেশে প্রথমবারের মত ইইউ জিএমপি অনুমোদিত শক্তিশালী পণ্য উৎপাদনের কারখানা হিসাবে ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।
জার্মান নিয়ন্ত্রক কতৃপক্ষ কারখানাটি পরিদর্শনের পর রেনাটাকে ইইউ জিএমপি অনুমোদন দেয়া হয়েছে।
কোম্পানিটি জানায়, এই জিএমপি সনদের বিস্তারিত ইউড্রা জিএমপি ওয়েবসাইটে পাওয়া যাবে। এই অনুমোদনটিকে ইউকে-এমএইচআরএ, পিআইসি/এস, ডাব্লিওএইচ্ও-পিকিউ হেলথ কানাডা, টিজিএ অ্যান্ড এএনভিসা সহ স্ট্রিংজেন্ট রেগুলেটরি অর্থরিটিজ থেকে একাধিক সুবিধার জন্য কোম্পানির বিদ্যামান নিয়ন্ত্রক অনুমোদনের ভান্ডারের সাথে যোগ করা হয়।
