ঢাকা, রবিবার, ৩ অগাস্ট ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

রহিমা ফুডসহ দর বৃদ্ধির শীর্ষ তালিকায় যারা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার (১৭ জুলাই)  দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রহিমা ফুড লিমিটেড। এদিন কোম্পানিটির দর আগের দিনের  তুলনায় ১১  টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১২২ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলসের দর বেড়েছে আগের দিনের তুলনায় ১  টাকা ৫০ পয়সা বা ৯.৪৯ শতাংশ।

আর ১ টাকা ২০ পয়সা বা ৮.৮৯ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে একমি পেস্টিসাইডস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- দেশ গার্মেন্টস ৬.৯৭ শতাংশ, বিবিএস ৬.৪৮ শতাংশ, জেএমআই সিরিঞ্জ ৫ শতাংশ, বেস্টহোল্ডিংস ৪.৯৬ শতাংশ, ব্রাক ব্যাংক ৪.৬৭ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিং ৩ শতাংশ ও ইন্দো-বাংলা ফার্মার ৩.৬২ শতাংশ দর বেড়েছে।

 

নিউজটি ভালো লাগলে শেয়ার করুন