ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার মূল্য সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন ৮০ কোটি ৬৯ লাখ টাকা বৃদ্ধি পেয়ে ৭০০ কোটি টাকার ঘর অতিক্রম করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসইতে ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৮০ কোটি ৬৯ লাখ টাকার বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৬৫৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে- ডিএসই–৩০ সূচক ২৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯২০ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়েছে।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৬৭টির, দর কমেছে ৭৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৫১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক ২৩ পয়েন্ট বেড়েছে। এদিন সিএসইতে ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।